তিন মাসে আয়ে প্রবৃদ্ধি তবুও তিতাসের লোকসান ২৪৯ কোটি টাকা

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৫:৪৩:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৫:৪৩:৪৭ অপরাহ্ন
দেশের সর্ববৃহৎ গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি আয় বাড়লেও লোকসানের বৃত্ত থেকে বের হতে পারেনি। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে আয় প্রায় ১৭ শতাংশ বেড়ে ৯ হাজার ৬৫৫ কোটি টাকা ছুঁলেও উৎপাদন ব্যয় আয়ের চেয়েও বেশি হওয়ায় কোম্পানিটি ২৪৯ কোটি টাকারও বেশি নিট লোকসানে পড়ে।
জানাগেছে, দেশের সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির ব্যবসায় প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও বড় ধরনের লোকসান হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাষ্ট্র মালিকানাধীন এ প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৯ হাজার ৬৫৫ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৭৯ শতাংশ বা ১ হাজার ৩৮৮ কোটি ১৩ লাখ টাকা বেশি।
তবে আয় বাড়লেও উৎপাদন খরচের চাপ আরও বেশি বেড়েছে। আলোচিত সময়ে গ্যাস উত্তোলন ও সঞ্চালন বাবদ ব্যয় দাঁড়িয়েছে ৯ হাজার ৮২৬ কোটি ২৭ লাখ টাকা—যা কোম্পানির মোট আয়ের চেয়ে ১৭০ কোটি ৫৩ লাখ টাকা বেশি। ফলে প্রথম তিন মাসেই কোম্পানিটি বড় ধরনের লোকসানের মুখে পড়ে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার প্রকাশিত অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তিতাস গ্যাসের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২৪৯ কোটি ২৫ লাখ টাকা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১৮৮ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ এক বছরে লোকসান বেড়েছে ৬০ কোটি ৬১ লাখ টাকা বা ৩২ দশমিক ১৩ শতাংশ।
তিতাস গ্যাস ২০২২-২৩ অর্থবছর থেকে টানা লোকসানে রয়েছে। ওই অর্থবছরে নিট লোকসান ছিল ১৬৫ কোটি ১৪ লাখ টাকা। পরের বছর তা বেড়ে হয় ৭৪০ কোটি ৮ লাখ টাকা। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে লোকসান আরও বেড়ে দাঁড়িয়েছে ৭৭২ কোটি ৪ লাখ টাকা।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net