অবশেষে অচলাবস্থা কাটলো যুক্তরাষ্ট্রে। শেষ হলো দেশটির ইতিহাসের দীর্ঘতম শাটডাউন। গত বুধবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের মধ্য দিয়ে ৪৩ দিনের অচলাবস্থা কাটল দেশটিতে। মার্কিন প্রতিনিধি পরিষদে এর আগে পাস হয় ব্যয় সংক্রান্ত বিলটি। রিপাবলিকানদের পাশাপাশি ৬ ডেমোক্র্যাটও বিলে সমর্থন দেন।
স্থানীয় সময় বুধবার রাতে প্রতিনিধি পরিষদে ২২২–২০৯ ভোটে শাটডাউন শেষ করতে বিল পাস হয়। এর মধ্যে রিপাবলিকানদের পাশাপাশি ছয় ডেমোক্র্যাটও সমর্থন দেন। এই বিলের মাধ্যমে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুতি বাতিল ও বকেয়া বেতন পরিশোধের নিশ্চয়তা দেয়া হয়েছে। প্রতিনিধি পরিষদে পাসের পর বিলটি যায় ট্রাম্পের কাছে। তার সই করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি অচলাবস্থা। তবে আলোচিত স্বাস্থ্যবিমা ভর্তুকি ইস্যুর ভবিষ্যত এখনও অনিশ্চিত। ডেমোক্র্যাটদের মূল দাবি ছিল ‘এফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর অধীনে ভর্তুকির মেয়াদ বাড়ানো, যা এই চুক্তিতে সরাসরি অন্তর্ভুক্ত করা হয়নি। পরিবর্তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আলাদা ভোটের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে। দীর্ঘদিনের এই অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন অথবা ছুটিতে আছেন। খাদ্য সহায়তা কার্যক্রম স্থবির হয়ে গেছে। মারাত্মক বিঘ্ন দেখা দিয়েছে বিমান চলাচলেও।
এদিকে এর আগে গত সপ্তাহান্তে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দীর্ঘ আলোচনার পর শাটডাউনের অবসানের বিষয়ে সমঝোতা হয়েছিল। সেসময় সাতজন ডেমোক্র্যাট ও একজন স্বতন্ত্র সিনেটর নতুন এই অর্থায়ন প্রস্তাবের পক্ষে ভোট দেন এবং এটিই অচলাবস্থা শেষ করতে সহায়ক হয়েছিল। তবে সমঝোতার অংশ হিসেবে সিনেট রিপাবলিকানরা ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্যবীমা ইস্যুতে ভোটের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে আশঙ্কা দেখা দিয়েছে, জানুয়ারিতে আবারও সরকার অচল হয়ে যেতে পারে। ডেমোক্র্যাটদের একাংশ এই চুক্তিকে ‘ফাঁকা বুলি’ বলে সমালোচনা করেছেন। ইলিনয়ের গভর্নর ও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জেবি প্রিটজকার এই সমঝোতাকে ‘ভিত্তিহীন ও দুর্বল’ বলে আখ্যা দিয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের মার্কিন গবেষণা কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডেভিড স্মিথও একে ‘অস্থায়ী সমাধান’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি অনুযায়ী জানুয়ারিতে আবারও সরকারি কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, যদি নতুন সমঝোতা না হয়।
স্থানীয় সময় বুধবার রাতে প্রতিনিধি পরিষদে ২২২–২০৯ ভোটে শাটডাউন শেষ করতে বিল পাস হয়। এর মধ্যে রিপাবলিকানদের পাশাপাশি ছয় ডেমোক্র্যাটও সমর্থন দেন। এই বিলের মাধ্যমে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুতি বাতিল ও বকেয়া বেতন পরিশোধের নিশ্চয়তা দেয়া হয়েছে। প্রতিনিধি পরিষদে পাসের পর বিলটি যায় ট্রাম্পের কাছে। তার সই করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি অচলাবস্থা। তবে আলোচিত স্বাস্থ্যবিমা ভর্তুকি ইস্যুর ভবিষ্যত এখনও অনিশ্চিত। ডেমোক্র্যাটদের মূল দাবি ছিল ‘এফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর অধীনে ভর্তুকির মেয়াদ বাড়ানো, যা এই চুক্তিতে সরাসরি অন্তর্ভুক্ত করা হয়নি। পরিবর্তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আলাদা ভোটের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে। দীর্ঘদিনের এই অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন অথবা ছুটিতে আছেন। খাদ্য সহায়তা কার্যক্রম স্থবির হয়ে গেছে। মারাত্মক বিঘ্ন দেখা দিয়েছে বিমান চলাচলেও।
এদিকে এর আগে গত সপ্তাহান্তে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দীর্ঘ আলোচনার পর শাটডাউনের অবসানের বিষয়ে সমঝোতা হয়েছিল। সেসময় সাতজন ডেমোক্র্যাট ও একজন স্বতন্ত্র সিনেটর নতুন এই অর্থায়ন প্রস্তাবের পক্ষে ভোট দেন এবং এটিই অচলাবস্থা শেষ করতে সহায়ক হয়েছিল। তবে সমঝোতার অংশ হিসেবে সিনেট রিপাবলিকানরা ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্যবীমা ইস্যুতে ভোটের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে আশঙ্কা দেখা দিয়েছে, জানুয়ারিতে আবারও সরকার অচল হয়ে যেতে পারে। ডেমোক্র্যাটদের একাংশ এই চুক্তিকে ‘ফাঁকা বুলি’ বলে সমালোচনা করেছেন। ইলিনয়ের গভর্নর ও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জেবি প্রিটজকার এই সমঝোতাকে ‘ভিত্তিহীন ও দুর্বল’ বলে আখ্যা দিয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের মার্কিন গবেষণা কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডেভিড স্মিথও একে ‘অস্থায়ী সমাধান’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি অনুযায়ী জানুয়ারিতে আবারও সরকারি কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, যদি নতুন সমঝোতা না হয়।