দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন ১৬৯ রানে অপরাজিত থেকে। বাংলাদেশের ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে দ্বিশতক হাঁকানো থেকে ছিলেন ৩১ রান দূরে। যে স্বপ্ন নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন, তা বাস্তবে রূপ দিতে পারলেন না মাহমুদুল হাসান জয়। তৃতীয় দিন ব্যক্তিগত স্কোর ২ রান বাড়িয়ে ১৭১ রানে ফিরলে ম্যাকব্রাইনের বলে। অফস্টাম্পের বাইরের বলে ব্যাট এগিয়ে বিপদ ডেকে আনেন জয়। ক্যাচ দেন উইকেটকিপার লোরকান টাকারের গ্লাভসে। ক্যারিয়ারসেরা ১৭১ রানের ইনিংস খেললেও কাক্সিক্ষত দ্বিশতক আর পাওয়া হলো না। তার বিদায়ে ৩৪১ রানে দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ। ভেঙে গেল মুমিনুল হকের সঙ্গে গড়া ১৭৩ রানের জুটিটাও। ১৭১ রানের ইনিংসটি সাজিয়েছেন তিনি ১৪ চার ও ৪ ছক্কায়। কোনোপ্রকার ঝুঁকি না নিয়েই শাসন করেছেন আয়ারল্যান্ডের বোলারদের। কিন্তু পরম আরাধ্য দ্বিশতক আর আদায় হলো না।