নির্বাচন কমিশন এলাকা থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১২:৩৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১২:৩৯:৪৫ অপরাহ্ন
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কম্পাউন্ডের ভেতর থেকে ককটেল-সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেগুলো নিষ্ক্রিয় করে। গতকাল বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন শেরে বাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক। তিনি বলেন, সকালে খবর পেয়ে ভবনের পার্কিংয়ে থাকা চারটি পটকা উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে নিয়ে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে। ওসি জানান, নির্বাচন কমিশনের ভেতরে স্কচটেপে মোড়ানো চারটি ছোট ককটেল-সদৃশ বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। পরে বিষয়টি থানায় জানানো হলে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্তকরণের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net