অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, তিনি পদ ছেড়ে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করবেন। যদিও বিএনপি ঘোষিত ২৩৭ আসনের তালিকায় ওই আসনটি নেই। অর্থাৎ সেখানে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। গতকাল বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে কারও নাম ঘোষণা করা হয়নি। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আমি ভোট করবো। আমি মনোনয়ন চেয়েছি শৈলকুপায়। আমি এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি। তবে পদ ছেড়ে আমি ভোট করবো। সময় এলে সবকিছু জানানো হবে। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।