চব্বিশের গণঅভ্যুত্থানের সময় গুলি চালিয়ে প্রায় হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে এবং অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের ব্যবস্থায় পুরনো রাজনৈতিক ব্যবসা আবার চালু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আগের রাজনৈতিক দলগুলো আবার ধান্দাবাজিতে লিপ্ত হয়েছে। গণঅভ্যুত্থানের আগের সিস্টেম আবার চালু হতে শুরু করেছে এবং কেউ কেউ সুযোগ পেয়ে তার থেকেও খারাপ অবস্থা তৈরি করছে। চাঁদাবাজি থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার পর্যন্ত একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজল দিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন। সারজিস বলেন, আগস্ট থেকে ফেব্রুয়ারি- টানা ছয় মাস আমরা কোনো রাজনৈতিক দল করিনি। যখন দেখলাম, নতুন করে বাংলাদেশের এ হালটা যদি আমরা না ধরি, তাহলে ঘুরে আগের মতো কালো শকুনের হাতে বাংলাদেশটা চলে যাবে। একটা অভ্যুত্থান ঘটানোর পর আমাদের দায়িত্ব শেষ নয়। যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন- তাদের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের জীবন শেষ হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। অপকর্মকারী যারা আছে, যেই দলেরই হোক না কেন, যেই পরিচয়েরই হোক না কেন- তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি উপস্থিত কর্মী ও সমর্থকদের কাছে ঐক্যবদ্ধ থাকার এবং সৎ ও জবাবদিহিতামূলক শাসনের দাবিতে সোচ্চার থাকার আহ্বান জানান। এসময় এনসিপির জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।