স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার দুপুরে গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে। গাজীপুরে আমাদের কিছু সমস্যা রয়েছে। এখানে আজকে আমাদের আইন-শৃঙ্খলা সভা ছিল। আপনারা জানেন, আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি এবং মাদক। আমরা সমাজ থেকে কীভাবে এগুলো দূর করতে পারি? মাদক সর্বত্র ছড়িয়ে গেছে। আমরা যদি সবাই সহযোগিতা করতে না পারি, দিন দিন মাদক বেড়ে যাচ্ছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। নির্বাচন বিষয়ে বাংলাদেশে কোনো ধরনের হুমকি নেই। গাজীপুরে পুলিশের সংখ্যা কম। ইতোমধ্যে কিছু পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে। তা ছাড়া অতিরিক্ত পুলিশ দেওয়া হচ্ছে। নির্বাচনের সময় আরও পুলিশ দেওয়া হবে। কোনো দল নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই। নির্বাচনে কতকগুলো ফ্যাক্টর রয়েছে। মেইন ফ্যাক্টর হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, ওই সময়ে কেউ কোনো কিছু চেষ্টা করলেও করতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ, গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীনসহ অনেকে।