ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে হবে- স্বাস্থ্য উপদেষ্টা

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৩:০০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৩:০০:৪৩ অপরাহ্ন
ক্যানসারের বিরুদ্ধে কার্যকর লড়াই শুরু করতে হলে আগে থেকেই মানুষকে সচেতন করতে হবে বলে উল্লেখ করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত মেশিন ক্রয় প্রক্রিয়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে নূরজাহান বেগম বলেন, একটি মেশিনের দাম ২৪ কোটি, অন্যটির ৩৮ কোটি টাকা, মান প্রায় একই, কিন্তু দামের পার্থক্য ১৪ কোটি কেন? কারণ সিস্টেমে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়, যা বাস্তবে প্রয়োজনের চেয়ে অনেক ব্যয় বাড়িয়ে দেয়। আমাদের ভাবতে হবে, এ সিস্টেম থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়। কারণ এ সিস্টেমটাই রোগীর চিকিৎসা বিলম্বিত করছে, জনগণের টাকা নষ্ট করছে। অপ্রয়োজনীয় প্রসঙ্গে তিনি বলেন, টাকা কম না, অপচয় বেশি। একটা ফুলের তোড়ায় ১৫০০ থেকে ১৬০০ টাকা খরচ হয়, অথচ এ টাকায় অন্তত একজন রোগীর ওষুধ কেনা যেতো। তিনি আরও বলেন, ক্যানসারের বিরুদ্ধে কার্যকর লড়াই শুরু করতে হলে আগে থেকেই মানুষকে সচেতন করতে হবে। ক্যানসার একদিনে হয় না, বছরের পর বছর তামাকের সংস্পর্শে, অস্বাস্থ্যকর খাবারে, জীবনযাপনে তৈরি হয়। স্কুলের মেয়েদের যদি এ শিক্ষা দেওয়া যেতো, তাহলে তারা ঘরে গিয়ে মাকে, দাদিকে বলতো। এতে রোগ আগেভাগে ধরা পড়তো। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ক্যানসার চিকিৎসায় আসল বাধা অর্থ নয়, বরং দুর্নীতি আর জটিল সিস্টেম। ১৪ কোটি টাকায় কী ঢুকলো প্রশ্নটি কেবল একটি যন্ত্রের নয়, পুরো ব্যবস্থার প্রতীক। অপচয় বন্ধ করে সেই অর্থ যদি রোগীর চিকিৎসার জন্য খরচ করা যায়, সেটাই হবে আসল উন্নয়ন। জাতীয় ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net