নারী ক্রিকেটারের শ্লীলতাহানি ঘটনায় নিন্দা জানালো বিসিসিআই

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৮:২৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৮:২৪:১১ অপরাহ্ন
ভারতের ইন্দোরে চলমান নারী বিশ্বকাপ চলাকালে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের দুই সদস্যের সঙ্গে ঘটে গেছে এক অনভিপ্রেত ঘটনা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, এক মোটরসাইকেল আরোহী তাদের শরীরে অযাচিত ‘স্পর্শ’ করেছে। বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘অস্ট্রেলিয়ান নারী দলের দুই সদস্য ইন্দোরে হাঁটতে বেরিয়েছিলেন একটি ক্যাফেতে যাওয়ার পথে। সেই সময় এক মোটরসাইকেল আরোহী তাদের কাছে এসে অনুপযুক্ত আচরণ করে ও স্পর্শ করে। বিষয়টি সঙ্গে সঙ্গে দলের নিরাপত্তা কর্মকর্তারা স্থানীয় পুলিশকে জানান, এবং পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে।’ অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারা অভিযোগ দাখিল করার পরই ইন্দোর পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ ধারায় মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে, যখন দুই ক্রিকেটার তাদের হোটেল থেকে একটি ক্যাফের দিকে যাচ্ছিলেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকি ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। আমি রাজ্য পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছি এবং আশা করছি আইন অনুযায়ী অপরাধীর যথাযথ শাস্তি হবে।’ বর্তমানে পুলিশ নিরাপত্তা প্রটোকলে কোনো ঘাটতি ছিল কি না, তাও খতিয়ে দেখছে। এই ঘটনার পর নারী বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net