ওয়ানডে সিরিজের সফল সমাপ্তির পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটের রোমাঞ্চ নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ সোমবার সন্ধ্যা ৬টা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসা ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে প্রস্তুত টাইগাররা। ওয়ানডে সিরিজে বড় ব্যবধানে জয় পাওয়ায় স্বাগতিক বাংলাদেশ দল আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। যদিও সাম্প্রতিক পারফরম্যান্সে তারা কিছুটা পিছিয়ে, তবুও এই ফরম্যাটে তাদের অভিজ্ঞতা ও পাওয়ার-হিটারদের উপেক্ষা করার সুযোগ নেই। টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রধান শক্তি তাদের স্পিন আক্রমণ। রিশাদ হোসেন, শেখ মাহেদি এবং নাসুম আহমেদের ঘূর্ণি জাদুতে ক্যারিবিয়ানদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে চাপে ফেলাই হবে টাইগারদের মূল লক্ষ্য। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছে ব্র্যান্ডন কিং, শাই হোপ এবং রস্টন চেজের মতো আগ্রাসী ব্যাটসম্যান। তাদের পেস অ্যাটাকও যেকোনো উইকেটে বিপজ্জনক হতে পারে। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও একটি হাড্ডাহাড্ডি ও রোমাঞ্চকর লড়াই উপভোগ করবেন তারা।