ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫

আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১১:৪০:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১১:৪০:৩০ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি

ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার তাড়াইল বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার ভোররাতে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মাগুরা জেলার শালিকি থানার বাসিন্দা মিজানুর রহমান সাকিব (২৪), যিনি মতিয়ার রহমানের পুত্র। অপরজন হলেন পাবনা জেলার বেড়া থানার জুয়েল রানার সহধর্মিণী ফারজানা ইয়াসমিন (৩০)।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল 'যমুনা লাইন' নামের একটি বাস। বাসটি তাড়াইল বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য থামলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ যাত্রী নিহত হন। এছাড়া এই দুর্ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে সড়ক থেকে যান চলাচল দ্রুত স্বাভাবিক করা হয়েছে। ওসি আরও জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা এলে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net