চেয়ারম্যানের ছেলেসহ হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেফতার

আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১১:৩১:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১১:৩১:৫৪ অপরাহ্ন
লালপুর (নাটোর) থেকে আলাউদ্দিন
নাটোরের লালপুরে মাদক ও সাইবার অপরাধ দমনে পরিচালিত এক বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতার ছেলেসহ তিন হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের ছেলে নওপাড়া গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের বাচ্চু মণ্ডলের ছেলে আ. আল বায়েজিদ (২০) এবং মো. সোলেমানের ছেলে মো. নাজমুল আলী (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ ওই এলাকায় মাদক ও হ্যাকিংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাচ্চু মণ্ডলের বাড়ির সামনের এক আমবাগানে মাদক সেবন ও হ্যাকিং কার্যক্রম পরিচালনার সময় চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিকাশ ও নগদের গোপন পিন নম্বর জালিয়াতি, ব্যাংক রিসিট প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও ইমু আইডি হ্যাক এবং মেয়েদের কণ্ঠ নকল করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৬টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ২৩টি মোবাইল সিম কার্ড, ১৯টি ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে হ্যাকিংয়ের বিভিন্ন সরঞ্জাম ও মাদক উদ্ধার করা হয়েছে। সাইবার সুরক্ষা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net