দৈনিক জনতায় সংবাদ প্রকাশ

ভবন মালিককে বিদ্যুৎ বিভাগের নোটিশ

আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১১:২৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১১:২৭:৪৪ অপরাহ্ন
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে  মো. আ. জব্বার
দৈনিক জনতা পত্রিকায় সংবাদ প্রকাশের পর ফুলবাড়িয়ায় সেই ভবন মালিককে ভবণ (স্থাপনা) নির্মাণ কাজ বন্ধ রাখতে নোটিশ দিয়েছেন বিদ্যুৎ বিভাগ।
গত ২১ অক্টোবর-২০২৫ দৈনিক জনতা পত্রিকার অনলাইন ভার্সনে ‘ফুলবাড়িয়ায় ১১হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি রেখেই ভবন নির্মাণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে উক্ত সংবাদটি ফুলবাড়িয়া বিদ্যুৎ বিভাগের দৃষ্টিগোচর হয়। পরে ঐদিনই ভবন মালিক মো, জাকির হোসেনকে বিদ্যুৎ লাইনের নিচে স্থাপনা (ভবণ) নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নোটিশ প্রেরণ করেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির ১ এর আওতায় আছিম সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো. শাকিল ভূঁইয়া। যার স্মারক নম্বর-২৭.১২.৬১২০.৫১৭.৩০০.০৩.২৫.৯৫, তারিখ : ২১/১০/২০২৫খ্রি.।
ঐ নোটিশে বলা হয়, আপনি বৈদ্যুতিক লাইনের নিচে ভবণ (স্থাপনা) নির্মাণ করেছেন। নির্মাণাধীন ভবন খুবই ঝুঁকিপূর্ণ এবং জানমালের ক্ষতিসহ যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বৈদ্যুতিক লাইনের নিচে ভবণ (স্থাপনা) নির্মাণ বিদ্যুৎ আইন পরিপন্থী। তাই বৈদ্যুতিক লাইনে স্থানান্তর না করে ভবন (স্থাপনা) নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য আপনাকে অনুরোধ করা গেল। অন্যথায় জানমালের বা বৈদ্যুতিক কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব আপনার উপরই বর্তাবে। কর্তৃপক্ষ এর দায়-দায়িত্ব গ্রহণ করবে না।
সদয় অবগতির জন্য মপবিস-১, এর জেনারেল ম্যানেজার, ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার এবং ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট দফতরে অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে নোটিশে উল্লেখ রয়েছে ।
নির্মাণাধীন ভবন মালিক প্রবাসী মো. জাকির হোসেন এর পিতা মো. লাল মিয়া বলেন, বিদ্যুৎ বিভাগের নোটিশ পেয়েছি। নোটিশ পাওয়ার পর ভবণ নির্মাণ কাজ বন্ধ রেখেছি। 
এ বিষয়ে আছিম সাব-জোনাল অফিসের এজিএম শাকিল ভূইয়া বলেন, বৈদ্যুতিক লাইন স্থানান্তর না করে ভবন (স্থাপনা) নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য ভবন মালিককে নোটিশ প্রেরণ করা হয়েছে। নোটিশ অমান্য করে ভবন নির্মাণ করলে যে কোন প্রকার দুর্ঘটনার দায় দায়িত্ব ভবন মালিকের উপরই বর্তাবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net