যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় লন্ড্রি দোকান কর্মচারী নিহত

আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১০:০৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১০:০৯:৫৫ অপরাহ্ন
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক লন্ড্রি দোকান কর্মচারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য জানান।ইকবাল হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। তিনি যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। এক সন্তানের জনক ছিলেন তিনি।
নিহতের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক জানান, ইকবাল স্থানীয় একটি লন্ড্রি দোকানে কাজ করতেন। গত বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে কলাপট্টি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যাত্রাবাড়ী থানা-পুলিশ লাশ উদ্ধার করে।এসআই মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে সিটি করপোরেশনের ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, স্থানীয়রা দাবি করেছেন, আটক ব্যক্তি নিজেকে সহকারী বললেও আসলে তিনিই গাড়ি চালাচ্ছিলেন। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net