
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্কুলের সহপাঠী রিফাতের রডের আঘাতে অপর বন্ধু জাহিদ হাসান লিখন (বড় ভাই) হাসপাতালে ভর্তি। এমন ঘটনায় অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে পৌর সদরের ৮নং ওয়ার্ডের আহলে হাদীস মসজিদের গলিতে। লিখন উপজেলার জোরবাড়িয়া গ্রামের মফিজুল ইসলামের পুত্র।
জানা যায়, ছনকান্দা রোডস্থ শহীদ স্মৃতি স্কুলে আজ ছিল টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম। ক্লাস না হওয়ায় বন্ধুদের সাথে আড্ডা ও গল্প চলছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে আরেক বন্ধুকে মারতে নিষেধ করেছিল নবম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান লিখন। নিষেধ করায় ক্ষোভের সৃষ্টি হয় লিখনের প্রতি। টাইফয়েড টিকা দিয়ে বন্ধুদের সাথে বাসায় ফেরার পথে আবারও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এক পর্যায়ে আহলে হাদীসের গলিতে উভয় গ্রুপ ঢুকে পড়ে। সেখানে ৮ম শ্রেণির শিক্ষার্থী রিফাত গং এর নেতৃত্বে ৯ম শ্রেণির শিক্ষার্থী লিখন কে চড়, থাপ্পর, চেইন ও লোহার রডের আঘাতে রক্তাক্ত করে। স্থানীয়রা উদ্ধার করে অপর বন্ধুদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত লিখনের মামা কামরুজ্জামান বলেন, বন্ধুদের সাথে ঝগড়া করছে ও (ভাগিনা) বলছে মারামারি করিস না কিন্তু টাইফয়েটের টিকা দিয়ে বাসায় আসার সময় ওকে মেরে আহত করছে। স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছি। চিকিৎসার খোঁজ খবর রাখছি। সংশ্লিষ্ট অভিভাবকদের ডাকা হয়েছে, উভয় পক্ষের কথা শুনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।