মির্জা ফখরুলের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিদের সাক্ষাৎ

আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৭:১০:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৫ ০৭:১০:২১ অপরাহ্ন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে অর্থ বিভাগ থেকে এক অফিস আদেশে জানানো হয়, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধির বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ছয়টি শর্ত পূরণের সাপেক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এ ভাতা দেওয়া হবে। নতুন এই আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে প্রজ্ঞাপন জারির পরও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আদেশ প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। গতকাল রোববারও তারা জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যান।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net