সাভারে কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেফতার ১

আপলোড সময় : ১১-১০-২০২৫ ১২:৩৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ১২:৩৪:০৪ অপরাহ্ন
ঢাকার সাভারে বিশেষ অভিযানে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজন চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন একেএইচ টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেন (৬১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেই উদ্ধার করা হয় মূর্তিটি। গ্রেপ্তার দেলোয়ার হোসেন কুমিল্লার দাউদকান্দি থানার গোয়ালমারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি মূর্তিটি বিদেশে পাচার করার চেষ্টা করছিলেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি ফ্রিজের পুরোনো কার্টুনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো রঙের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৬৫ কেজি। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, গ্রেপ্তার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net