বাসা ভাড়া নেওয়ার ছলে মোবাইল চুরি চক্রের ৩ নারী গ্রেফতার

আপলোড সময় : ১১-১০-২০২৫ ১২:২৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ১২:২৮:৩৪ অপরাহ্ন
রাজধানীর ধানমন্ডি এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে মোবাইল ফোন চুরির অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন তিশা আক্তার (২১), ঈশা আক্তার (১৮) এবং জেসমিন (৪২)। গ্রেফতার তিশা ও ঈশা গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ করে কৌশলে তিনটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় মামলা হয়। পরে তারা ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের আরেকটি বাসা থেকে একই কায়দায় আরও একটি মোবাইল ফোন চুরি করে। এ ঘটনায়ও পৃথক মামলা দায়ের করা হয়। এর আগে, গত ২৫ সেপ্টেম্বর সবুজবাগ থানার একটি ফ্ল্যাটে একই কায়দায় চুরি করতে গিয়ে তিশা ও ঈশা ধরা পড়ে। পরে তাদের আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ গত  মঙ্গলবার রাতে মিরপুর রোডস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে চক্রের মূল সদস্য জেসমিনকে একটি পার্সসহ গ্রেফতার করে। পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ধানমন্ডি, কলাবাগান, সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় একই কৌশলে মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net