শাহজালালে বেবিচকের বোর্ডিং ব্রিজ অপারেটরসহ আটক ২

আপলোড সময় : ১১-১০-২০২৫ ১২:২৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ১২:২৭:২১ অপরাহ্ন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কারসহ কবির হোসেন (৫৩), ও কুদ্দুছ (৪১) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর।এপিবিএন সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিমানবন্দরের বহির্গমন ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেটের সামনে কবির হোসেন (৫৩) গোপনে কুদ্দুছ (৪১) কে একটি ছোট হাত ব্যাগ দেওয়ার সময় উপস্থিত যাত্রী ও সহযাত্রীদের সন্দেহ হলে সেখানে গোলযোগের সৃষ্টি হয়। এমতাবস্থায় সেখানে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স গিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে। এরপর তাদেরকে জ্ঞিজ্ঞাসার জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হয়। সেখানে তল্লাশিকালে তাদের কাছ থেকে ৭৬১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এপিবিএন জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা যায়। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত ভিত্তিতে সতর্ক দৃষ্টি রাখছি। বিমানবন্দর ব্যবহার করে যেকোনও চোরাচালান রোধে আমাদের আভিযান অব্যাহত থাকবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net