শান্তিতে নোবেলজয়ী প্রধান উপদেষ্টা ইউনূসকে প্রথম ব্যর্থ বললেন মোমিন মেহেদী

আপলোড সময় : ১১-১০-২০২৫ ১২:২৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ১২:২৬:৪৪ অপরাহ্ন
নতুনধারা বাংলাদেশ (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বিশ্বে শান্তিতে নোবেলজয়ী প্রথম ব্যর্থ প্রধান উপদেষ্টা ইউনূস, যার রাষ্ট্রপরিচালনার সময়ে লাশে অগ্নিসংযোগ করা হয়েছে, পাঠ্যবই মুদ্রণে দুর্নীতি হয়েছে, সচিবালয় থেকে ফুটপাতে দুর্নীতি ৩ গুণ বেড়েছে, নির্বাচিত সরকারের চেয়েও অনেক বেশি সহিংসতা তৈরিসহ শত-সহস্র সন্ত্রাস-মবের ঘটনা প্রতিদিন ঘটছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ-দুর্নীতি প্রতিরোধ প্রয়োজন, গণ ভোট নয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সদস্য হুমায়ুন কবির জীবন প্রমুখ।
এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, এই সরকারের সাবেক স্বৈরাচার সরকারের অনেক মিল যেমন-ঐ সরকারের সময়ের মত করেই এই সরকার ভাই-ভাতিজা-স্বজন-বন্ধুদেরকে ক্ষমতার ভাগ-বাটোয়ারা দেয়া হচ্ছে, আইন-শৃঙ্খলার অবনতিতেও তাদের সাথে অনেক মিল, দুর্নীতিতেও অতিতের সরকারের সাথে মিল রেখে ইউনূস সরকার প্রমাণ করেছেন তিনি শান্তিতে নোবেলজয়ী হলেও শান্তি প্রতিষ্ঠায় তিনি সম্পূর্ণ ব্যর্থ।
এসময় নতুনধারার নেতৃবৃন্দ আরো বলেন, এই সরকারের অধিকাংশ উপদেষ্টাই দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে অতিতের সকল সরকারের চেয়ে বেশি দুর্নীতিপরায়ণ হিসেবে পরিচিতি পাচ্ছেন। সেই সাথে স্বাস্থ্য-খাদ্য-কর্মসংস্থানসহ অধিকাংশ মন্ত্রণালয়ই দুর্নীতির কারণে অতিতের চেয়েও বাজেভাবে বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net