মুক্তি পাচ্ছে সুইফটের নতুন অ্যালবাম

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১১:৫০:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১১:৫০:৪৮ অপরাহ্ন
বিশ্ববিখ্যাত পপস্টার টেইলর সুইফটের দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব অ্যা শোগার্ল’ প্রকাশ পাচ্ছে আগামী শুক্রবার। ১২টি গান নিয়ে সাজানো এই অ্যালবামকে ঘিরে চলছে বিশেষ আয়োজন। মুক্তির অংশ হিসেবে তিন দিনের জন্য প্রদর্শিত হবে অনুষ্ঠান ‘দ্য অফিসিয়াল রিলিজ পার্টি অব অ্যা শোগার্ল’, যেখানে দেখানো হবে লিড সিঙ্গেল ‘দ্য ফেট অব ওফেলিয়া’-এর মিউজিক ভিডিও, গানগুলোর পেছনের গল্প এবং পর্দার আড়ালের নানা মুহূর্ত। ব্রিটিশ গণমাধ্যম সূত্রে জানা যায়, অ্যালবামের প্রচারণায় নতুন সংযোজন হিসেবে নিউইয়র্কে চালু হচ্ছে স্পটিফাইয়ের বিশেষ পপ-আপ এক্সপেরিয়েন্স। এ ছাড়া অ্যালবামের প্রচারণার অংশ হিসেবে টেইলর সুইফট জনপ্রিয় টকশো ‘দ্য গ্রাহাম নর্টন শো’-তে শুক্রবার এবং জিমি ফেলনের টুনাইট শো-তে রোববার উপস্থিত থাকবেন। এসব আয়োজন দর্শক ও ভক্তদের মধ্যে অ্যালবাম নিয়ে প্রত্যাশা আরও উঁচুতে তুলেছে। তবে ভক্তদের কৌতূহল বেড়েছে প্রচারণার ছবি ও ভিডিওতে বারবার দৃশ্যমান হওয়া জোড়ায় জোড়ায় এক্সিট সাইন নিয়ে। অনেকেই মনে করছেন, এটি হয়তো অ্যালবামের গোপন বার্তা বা কোনো গ্র্যান্ড ফিনালে-সংক্রান্ত ইঙ্গিত। বিষয়টি আরও জোরদার হয়েছে টেইলরের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে, যেখানে তিনি লিখেছেন-‘একজন শোগার্ল জানে, তার সেরা কিছু খেলা সে রেখে দেয় গ্র্যান্ড ফিনালের জন্য।’ এদিকে টেইলর সুইফটের অ্যালবাম প্রকাশ ঘিরে সারপ্রাইজ দেওয়া নতুন কিছু নয়। এর আগেও তিনি ভক্তদের চমকে দিয়েছেন মধ্যরাতে নতুন সংস্করণ বা বাড়তি গান প্রকাশ করে। যদিও এবারে টেইলর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অতিরিক্ত কোনো গান প্রকাশের পরিকল্পনা নেই তার। তবে ভক্তদের আশা-তিনি হয়তো ঘোষণা করবেন নতুন বিশ্বভ্রমণ কনসার্ট, ডকুমেন্টারি কিংবা ইরাস ট্যুর চলচ্চিত্রের সিক্যুেয়লের।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net