সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে আফসোস বিবেকের!

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১১:৪৯:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১১:৪৯:৪৩ অপরাহ্ন
২০০৩ সালের সেই রাত যেন বলিউডের ইতিহাসে কালো হরফে লেখা। আলো ঝলমলে প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে তৎকালীন সেনসেশন বিবেক ওবেরয় ফাটিয়ে দিলেন একের পর এক বিস্ফোরক বোমা। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে সালমান খানের বিরুদ্ধে তুললেন সরাসরি অভিযোগ। মুহূর্তেই কাঁপতে শুরু করল বলিউডপাড়া, টকশো থেকে চায়ের টেবিল, সবখানে ছড়িয়ে পড়ল সেই ঝড়। রাতারাতি বদলে গেল বিবেকের ক্যারিয়ারের গতিপথ, শুরু হলো বলিউডের এক তিক্ত অধ্যায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার প্রায় দুই দশক পর এবার সেই ‘অপরিণত’ সিদ্ধান্তের জন্য আফসোস করলেন বিবেক। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সালমান খানের বহু আলোচিত সম্পর্ক ভেঙে যাওয়ার পরপরই গুঞ্জন ওঠে বিবেক ওবেরয়ের সঙ্গে তার নতুন সম্পর্কের। তবে এই প্রেমকাহিনি মোড় নেয় এক ভয়াবহ বিতর্কের দিকে যখন বিবেক এক সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ করেন যে, সালমান খান নাকি তাকে ও ঐশ্বরিয়াকে হুমকি দিচ্ছেন। এই পদক্ষেপের ফলে তিনি আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেননি। সেই সময়কার হৃদয় ভাঙার ভয়, একাকিত্ব এবং মানসিক কষ্টের উল্লেখ করে তিনি বলেন, ‘হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না, কারণ আমি সেটা ইতোমধ্যেই অনুভব করেছি। সেই ভয়, সেই একাকীত্ব, সেই অন্তর্মুখী জীবন ভীষণ কঠিন।’ তবে সময়ের সাথে সাথে এই অভিনেতার দৃষ্টিভঙ্গি বদলেছে। সেই বিতর্কিত ঘটনাকে এখন তিনি দেখেন ঈশ্বরের দেওয়া এক সহনশীলতার পরীক্ষা হিসেবে। তিনি মনে করেন, বিপদ যখন আসে তখন তাকে অনেক বড় মনে হয়। কিন্তু ঈশ্বরের চোখে তা তুচ্ছ কারণ তিনি মানুষকে আরও শক্তিশালী করতে চান।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net