তিন জেলায় সড়কে ঝরল ৯ প্রাণ

আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১২:৫২:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১২:৫২:৫৫ পূর্বাহ্ন
গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ও বালুবাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিন জন নিহত এবং রংপুর নগরীর দমদমা ব্রিজের কাছে পিকআপ ভ্যানের সঙ্গে বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ও বালুবাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জের সুলতানপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে সিএনজি অটোরিকশা চালক শুকুর আলী (৪০), যাত্রী গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিমল চন্দ্র দাসের ছেলে বিপুল চন্দ্র দাস (৩৮) ও তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫)। আহতরা হলেন- বিপুল চন্দ্র দাসের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রূপা মনি দাস (১২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিপুল চন্দ্র দাস পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। দুর্গা পূজার ছুটিতে তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে সারিয়াকান্দি উপজেলার নারচী গ্রামে শ্বশুরবাড়িতে আসছিলেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা ছেড়ে আসা বাস থেকে বগুড়া শহরের সাতমাথায় নামেন। এরপর সিএনজিচালিত অটোরিকশায় সারিয়াকান্দির নারচী গ্রামে শ্বশুরবাড়ির দিকে রওনা দেন। সকাল ৭টার দিকে অটোরিকশা সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক শুকুর আলী নিহত হন। সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা আহত বিপুল চন্দ্র দাস, তার স্ত্রী মমতা রানী দাস, মেয়ে রূপা মনি দাস ও ছেলে বিপ্লব চন্দ্র দাসকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেই হাসপাতালে পৌঁছার পর সেখানে চিকিৎসক বিপুল ও ছেলে বিপ্লবকে মৃত ঘোষণা করেন। স্ত্রী মমতা ও মেয়ে রূপাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবরে ওই পরিবারের পূজার ছুটি ম্লান হয়ে গেছে। আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর অভিযোগ করেন, সম্প্রতি বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় গুরুত্বপূর্ণ সড়কে বালুবাহী ডাম্প ট্রাকের বেপরোয়া চলাচল বেড়েছে। এতে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে। তারা এসব বেপরোয়া ট্রাকের চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত বাবা ও ছেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। ট্রাকের চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। এ ছাড়াও শহরের নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)। জানা গেছে, সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। পরে মুমূর্ষু অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ বলেন, ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর দমদমা ব্রিজের কাছে পিকআপ ভ্যানের সঙ্গে বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাজহাট থানার ওসি শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ভোর চারটার দিকে নগরীর তাজহাট থানাধীন দমদমা ব্রিজের উত্তরে মহাসড়কের ওপর ঢাকা মেট্রো ন ১৯-৬৪ ৯২ নামীয় মালবাহী পিকআপ মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশ্য ঢাকা-রংপুর অভিমুখে এসে ইউটার্ন নেওয়ার সময় রংপুর-ঢাকা অভিমুখে চলমান বালুর ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা রংপুরের মীরগঞ্জের ইউসুফের ছেলে পিকআপের হেলপার আরিফ (২০), পীরগাছা উপজেলার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা (২৮) ও একই উপজেলার সাতদরগার মোতালেব হোসেনের ছেলে ওয়ালিদ। পিকআপের চালককে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ওসি শাহজাহান আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। কিন্তু ট্রাকের চালক ও হেলপারকে করা সম্ভব হয়নি। আইন অন্যুায়ী সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় রংপুর ঢাকা মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net