পোরশায় শিক্ষকদের সাথে ব্যুরো বাংলাদেশ এনজিওর মতবিনিময়

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৪:৪৩:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৪:৪৩:১১ অপরাহ্ন
এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বুরো বাংলাদেশ এনজিওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা পোরশা শাখা ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলাকা ব্যবস্থাপক নিয়ামতপুর আর্থসামাজিক উন্নয়নে গণমানুষের উদ্যোগে সারা দেশব্যাপী এসব কর্মসূচি নিয়ে কাজ করছেন তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
তিনি বলেন ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়ে বেসরকারি উন্নয়ন বুরো বাংলাদেশ অন্যতম শীর্ষস্থান অধিকার করেছে। দেশের ৬৪টি জেলায় সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে নানামুখী সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেমন আর্থ-সামাজিক উন্নয়ন, দরিদ্র উন্নয়ন, ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম, রেমিট্যান্স সেবা, ডিজিটাল ফাইনেনসিয়াল সার্ভিসেস এসএমএপি ও ব্যুরো নার্সিং ইনস্টিটিউট কর্মসূচি বিদ্যমান।
বক্তব্য শেষে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
প্রধান শিক্ষক হারুনার রশিদ সহকারী শিক্ষক মোবারক হোসেন আব্দুল মতিন ইসমাইল হোসেন রনজিত কুমার শ্রীকান্ত পাহান বিউটি খাতুন কামরুজ্জামান ওবায়দুল্লাহ সহ বিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net