
এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি
রবিবার ২১ শে সেপ্টেম্বর দিবাগত রাতে পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড় গ্রাম কাঁইয়া পাড়ার মিজানুর রহমানের গাছ কেটে ফেলেছে দুর্বোত্তরা।
২১শে সেপ্টেম্বর গভীর রাতে কেবা কারা আম বাগানের ৩৫০ টি আমগাছ (যাহা ফল দেওয়া উপযুক্ত হয়েছিল) কেটে মাটিতে ফেলে যায় ।পরের দিন সোমবার ২২শে সেপ্টেম্বর সকালে বাগান পরিচর্যার জন্য গিয়ে দেখতে পান বাগানের প্রায় দুই বিঘা জমির সব আম গাছ কেটে ফেলেছে ।এই বাগান থেকে প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ টাকা আয় হওয়ার আশঙ্কা করা হয়েছিল।
বাগান মালিক মোঃ মিজানুর রহমান ৩৬ পিতা মৃত সাদেক আলি গ্রাম কাইয়া পাড়া থানা পোরশা জেলা নওগাঁ বলেন এই বছর থেকেই বাগানে ফল ধরতে শুরু করত যা থেকে আয় আসতো ৫ লক্ষ টাকা। কিন্তু তা কেটে ফেলায় ক্ষতির মুখে পড়ে গেলাম আমি গরিব অসহায় ব্যক্তি কোথায় যাব ভেবে পাচ্ছি না। পাশাপাশি নিরাপত্তা হীনতায়ও ভুক্তছি।
এদিকে স্থানীয় বাসিন্দা মোঃ নুরুল ইসলাম ৪৫ পিতা মোঃ সাদেক আলী ও মোঃ রাব্বানী ৫০ পিতামৃত ওসমান আলী বলেন শত্রুতার জেরেই এ গাছগুলি কেটে ফেলেছে। এবং তারা বলেন মিজানুর অনেক কষ্ট করে বাগান তৈরি করেছে কিন্তু আম গাছ কেটে ফেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ।এই ঘটনার পর এখন আমি নিরাপত্তা হীনতায় ভোগায় পোরশা থানায় ২২ তারিখে একটি অভিযোগ দায়ের করি ।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাছে জানতে চাইলে তিনি বলেন আমার থানার এ এস আই মোঃ রাকিব ঘটনা পরিদর্শন করেছে সঠিক তদন্ত সাপেক্ষে আয়নানুক ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার ২১ শে সেপ্টেম্বর দিবাগত রাতে পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড় গ্রাম কাঁইয়া পাড়ার মিজানুর রহমানের গাছ কেটে ফেলেছে দুর্বোত্তরা।
২১শে সেপ্টেম্বর গভীর রাতে কেবা কারা আম বাগানের ৩৫০ টি আমগাছ (যাহা ফল দেওয়া উপযুক্ত হয়েছিল) কেটে মাটিতে ফেলে যায় ।পরের দিন সোমবার ২২শে সেপ্টেম্বর সকালে বাগান পরিচর্যার জন্য গিয়ে দেখতে পান বাগানের প্রায় দুই বিঘা জমির সব আম গাছ কেটে ফেলেছে ।এই বাগান থেকে প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ টাকা আয় হওয়ার আশঙ্কা করা হয়েছিল।
বাগান মালিক মোঃ মিজানুর রহমান ৩৬ পিতা মৃত সাদেক আলি গ্রাম কাইয়া পাড়া থানা পোরশা জেলা নওগাঁ বলেন এই বছর থেকেই বাগানে ফল ধরতে শুরু করত যা থেকে আয় আসতো ৫ লক্ষ টাকা। কিন্তু তা কেটে ফেলায় ক্ষতির মুখে পড়ে গেলাম আমি গরিব অসহায় ব্যক্তি কোথায় যাব ভেবে পাচ্ছি না। পাশাপাশি নিরাপত্তা হীনতায়ও ভুক্তছি।
এদিকে স্থানীয় বাসিন্দা মোঃ নুরুল ইসলাম ৪৫ পিতা মোঃ সাদেক আলী ও মোঃ রাব্বানী ৫০ পিতামৃত ওসমান আলী বলেন শত্রুতার জেরেই এ গাছগুলি কেটে ফেলেছে। এবং তারা বলেন মিজানুর অনেক কষ্ট করে বাগান তৈরি করেছে কিন্তু আম গাছ কেটে ফেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ।এই ঘটনার পর এখন আমি নিরাপত্তা হীনতায় ভোগায় পোরশা থানায় ২২ তারিখে একটি অভিযোগ দায়ের করি ।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাছে জানতে চাইলে তিনি বলেন আমার থানার এ এস আই মোঃ রাকিব ঘটনা পরিদর্শন করেছে সঠিক তদন্ত সাপেক্ষে আয়নানুক ব্যবস্থা নেওয়া হবে।