বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৪:৩০:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৪:৩০:২২ অপরাহ্ন
বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলার মহাস্থানগড় সংলগ্ন দিঘলকান্দি মাঝিপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রংপুর- বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ট্রাকচালকের সহকারী (হেলপার) ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি অজ্ঞাত বাস ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা ও কুন্দারহাট হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাক ও বাস দুটি সরে যায়। তবে ঘটনাস্থলে পড়ে থাকা সামনের গ্লাস দেখে বাসটি পাভেল এক্সপ্রেস বলে শনাক্ত করা হয়। এ সময় পেছন থেকে আসা একটি নোহা মাইক্রোবাসও পাভেল এক্সপ্রেস বাসে ধাক্কা দিলে সেটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। আর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net