দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে বার্সেলোনার তরুণ তারকা গাভি

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৯:০১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৯:০১:০৫ অপরাহ্ন
বার্সেলোনার মাঝমাঠের অন্যতম ভরসা পাবলো গাভি আবারও বড় চোটে পড়েছেন। হাঁটুর গুরুতর সমস্যার কারণে অন্তত চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে এই স্প্যানিশ মিডফিল্ডারকে। খবরটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, প্রাথমিকভাবে তাঁর চোটকে তেমন গুরুতর মনে না হলেও অস্ত্রোপচারের পর বোঝা গেছে সমস্যা প্রত্যাশার চেয়েও গভীর।
লা লিগার নতুন মৌসুমে মাত্র দুটি ম্যাচ খেলেই আগস্টে অনুশীলনের সময় হাঁটুতে চোট পান গাভি। শুরুতে ধারণা করা হয়েছিল ছোটখাটো অস্ত্রোপচারের পর কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফিরবেন তিনি। কিন্তু আথ্রোস্কোপিক সার্জারিতে দেখা যায় তাঁর হাঁটুর মেনিসকাস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। ফলে এখন তাঁকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
বার্সেলোনার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাভির হাঁটুর মেনিসকাস সেলাই করা হয়েছে এবং পুনরুদ্ধারে চার থেকে পাঁচ মাস সময় লাগতে পারে। এর অর্থ মৌসুমের শেষ ভাগের আগে তাকে পাওয়া যাবে না। এর মধ্যেই দলের আরেক মিডফিল্ডার ফারমিন লোপেজও পেশির চোটে অন্তত তিন সপ্তাহ বাইরে, আর লামিনে ইয়ামালও ইনজুরির কারণে খেলতে পারছেন না। ফলে কোচ হান্সি ফ্লিকের সামনে চ্যালেঞ্জ আরও বেড়েছে।
গাভির জন্য এটি নতুন নয়। এর আগেও একই ডান হাঁটুর এনাটেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে টানা ১১ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। গত মৌসুমে ফিরেই লা লিগায় ২৬ ম্যাচ খেলেছিলেন এবং বার্সেলোনার শিরোপা ধরে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এবার আবারও দীর্ঘ সময়ের জন্য তাঁর ছিটকে যাওয়া কাতালান ক্লাবটির পরিকল্পনায় বড় ধাক্কা।
চোটের প্রভাব শুধু বার্সেলোনার জন্য নয়, স্পেন জাতীয় দলের জন্যও সমান উদ্বেগের। সেপ্টেম্বরে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেলেও ইনজুরির কারণে যোগ দিতে পারেননি তিনি। অক্টোবরের জর্জিয়া ও বুলগেরিয়ার ম্যাচেও খেলা হবে না তাঁর। সামনে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির সময় গাভির অনুপস্থিতি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net