লা লিগার প্রথম এল ক্লাসিকোর তারিখ চূড়ান্ত

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৯:০০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৯:০০:০৫ অপরাহ্ন
লা লিগার নতুন মৌসুম শুরু হতেই ফুটবল ভক্তদের চোখ থাকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াইয়ের দিকে। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্ধারণ হয়েছে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর তারিখ। শনিবার (২৬ অক্টোবর) স্পেনের রাজধানী মাদ্রিদে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই পরাশক্তি। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
গত মৌসুমে চারটি ক্লাসিকো ম্যাচেই জয় পেয়েছিল বার্সেলোনা। লা লিগা, সুপারকাপ ও কোপা দেল রের ফাইনালসহ সব আসরে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে কাতালানরা রেকর্ড গড়েছিল। লিগে ৪-০ গোলের বড় জয়, সুপারকাপ ফাইনালে ৫-২, কোপা দেল রে ফাইনালে ৩-২ এবং মৌসুমের শেষ লড়াইয়ে ৪-৩ গোলের নাটকীয় জয় ছিল বার্সেলোনার।
নতুন মৌসুমে অবশ্য ভিন্ন চিত্র। ছয় ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলবে রিয়াল ওবেইদোর বিপক্ষে।
এল ক্লাসিকো এবার আরও বিশেষ রঙ পাচ্ছে দুই কোচের লড়াইয়ে। রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে এটি হবে জাবি আলোনসোর প্রথম ক্লাসিকো। অন্যদিকে, বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক ইতিমধ্যে চারটি ক্লাসিকো জিতেছেন। আগামী মাসে বার্নাব্যুতে জয় পেলে তিনি পঞ্চম জয় তুলে নিয়ে ছুঁতে পারেন কেবল পেপ গার্দিওলার অনন্য কীর্তি-নিজের প্রথম পাঁচ ক্লাসিকোয় জয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net