
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং সাবেক সচিব বাবু বিজন কান্তি সরকারের একমাত্র কন্যা শ্রাবন্তী সরকার রিতু গত ১৩/৯/২০২৫ইং রোজ শনিবার আনুমানিক দুপুর ১২:৩০ ঘটিকায় এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। ওঁ "দিব্যান্ লোকান্ স গচ্ছতু"। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীশ্রী লক্ষী নারায়ন জিও ঠাকুর মন্দিরে শ্রাবন্তী সরকার রিতুর আত্মার শান্তি কামনা করে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সম্মানিত ট্রাষ্টি শ্রী বাবু সন্তোষ দাশগুপ্ত, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর। শ্রীশ্রী গীতা ভাগবদ সেবক সংঘের সভাপতি শ্রী বাবু জহরলাল দেব নাথ, সাধারণ সম্পাদক শ্রী বাবু জ্যোতি লাল দাশ, অর্থ সম্পাদক শ্রী বাবু সন্জয় দেব নাথ, সহ-অর্থ সম্পাদক শ্রী বাবু সুজন দাস, জনসংযোগ সম্পাদক শ্রী বাবু অলক কুন্ডু। ৯ নং ওয়ার্ড বি,এন,পির যুগ্ম- সম্পাদক শ্রী বাবু শংকর দেবনাথ। মন্দিরের ভক্ত বিজয় পাল, সুরেশ কর্মকার, বিভাষ অধিকারী, তপু বিশ্বাস, পরিমল ভৌমিক। দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার অপূর্ব কুমার নাথ।