
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে রাকিব মাদবর (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। গত রোববার রাত ৮টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কে লোকজনের সামনে ধারালো অস্ত্র দিয়ে রাকিবকে কুপিয়ে জখম করে চার/পাঁচজনের এক দল দুর্বৃত্ত। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রাকিব উপজেলার চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। তিনি ওই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি। সপ্তাহখানেক আগে জামিনে জেল থেকে বের হয়ে আসেন তিনি। নিহত রাকিব বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। জানা গেছে, জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সর্দারের লোকজনের সঙ্গে রাকিব মাদবরদের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে গত ৬ মে সংঘর্ষ হয়। সংঘর্ষে আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ নিহত হন। এ ঘটনায় গ্রেপ্তার ছিলেন রাকিব। সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে জেল থেকে বের হয়ে রাকিব এলাকায় আসেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এসময় চার/পাঁচজন এসে ধারালো অস্ত্র দিয়ে রাকিবকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান। এ অবস্থায় স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়। শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েক মাস আগে ইবনে সামাদ খুন হন। এ হত্যা মামলার আসামি ছিলেন রাকিব। সেই হত্যার জেরেই রাকিবকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।