যমুনা ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৪০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৪০:০১ অপরাহ্ন
নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ। গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে যমুনা ও সচিবালয় ঘেরাও কর্মসূচি চালানো হবে। রাশেদ খান অভিযোগ করেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। “এতদিন পার হলেও স্পষ্ট সিসিটিভি ও ভিডিও থাকা সত্ত্বেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা সন্দিহান যে, তাদের গ্রেপ্তার করা হবে কি-না,”তিনি বলেন। এছাড়া তিনি হামলাকারীদের আইনের আওতায় আনার ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি তুলেছেন। সংবাদ সম্মেলনে দলটির নেতারা আরও জানিয়েছেন, গত শনিবার নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে। তারা অভিযোগ করেছেন, সরকারের ঘোষণার পরও নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়নি বরং তালবাহানা করা হচ্ছে। প্রয়োজনে দলের পক্ষ থেকে এবং পরিবারের উদ্যোগে নুরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে বলেও জানান তারা। নুরুল হক নুরের ওপর এই হামলার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার একটি দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে। স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকা নুরের নিরাপত্তা ও দ্রুত আইনি প্রক্রিয়া গ্রহণ সরকারের ওপর চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net