গাজীপুরে ভাগ্নের হাতে মামা খুন নেপথ্যে মাদক

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০১:১৪:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০১:১৪:২৫ পূর্বাহ্ন
জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জয়বাংলা মোড় এলাকায় গত বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে আনিসুর রহমান (৩২)কে তার ভাগিনা সৌরভ হাসান রুদ্র (২২) বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান, পরে উত্তরার একটি হাসপাতালে রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আনিসুর রহমান ভবানীপুর এলাকার মৃত আলি নেওয়াজের ছেলে, তার ভাগিনা সৌরভ ভবানীপুর উত্তরপাড়ার রোকনুজ্জামানের ছেলে, স্থানীয়রা জানান সৌরভ মাদকাসক্ত। নিহত আনিসুর রহমানের বড় ভগ্নীপতি রোকনুজ্জামান ১০ থেকে ১৫ দিন আগে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সময় তার ছেলে সৌরভকে মামার বাসায় রেখে যান।
অনুসন্ধানে জানা যায়, ঘটনার দিন সকালে নিহত আনিসুর রহমান তার আপন ভাগিনা সৌরভের জন্য মাওনা চৌরাস্তা থেকে রুই মাছ এনে তার স্ত্রী বৃষ্টিকে দিয়ে তার ছোট মেয়েকে নিয়ে খালি গায়ে বাড়ির সামনের দোকান থেকে মজা কিনে বাড়িতে আসেন। তখন ঘড়িতে সময় ১টা ১০ মিনিট, বাড়িতে এসে ভাগিনা সৌরভকে দেখে তাকে বলেন গোসল করে খাবার খেয়ে ঘুমাতে এবং বাসার বাইরে না যেতে। সৌরভ তার কথায় কর্ণপাত না করলে সে বিদেশে থাকা তার ভগ্নিপতি রোকনকে ফোন দিয়ে ভাগিনা সৌরভের বিষয়ে অভিযোগ করলে রোকন আনিসকে বলেন তার ভাগিনা মামুনকে ফোন করে এনে সৌরভকে রিহ্যাবে দিয়ে দিতে। কথা শেষে আনিস তার ছোট মেয়েকে নিয়ে শুয়ে পরেন।
পাশের রুম থেকে মামার ফোনের কথপোকথন শুনে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত সৌরভ তার মামির কাছ থেকে লেবু কাটার কথা বলে বঁটি নিয়ে মামার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে শুয়ে থাকা আনিসকে উপর্যুপরি কোপাতে থাকেন। আনিসের চিৎকারে তার স্ত্রী ও পাশের রুমের ভাড়াটিয়া এসে রুমের দরজায় আঘাত করলে খুনি সৌরভ দরজা খুলে পালিয়ে যায়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক সুজন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত আনিসের লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে, অভিযুক্ত সৌরভকে আটকের জন্য অভিযান চলছে বলেও তিনি জানান।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিহত আনিসের মরদেহ ময়নাতদন্ত শেষে তার বাড়িতে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যা ৭টায় লাশ দাফন সম্পন্ন হয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net