ইয়ামালের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন নিকোল

আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৭:২২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৭:২২:২৭ অপরাহ্ন
আর্জেন্টাইন র‌্যাপ শিল্পী নিকি নিকোলের সঙ্গে বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামালের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনাটা বেশ কিছুদিনের। স্প্যানিশ তারকা ফরোয়ার্ড যার স্বপক্ষে নানা ইঙ্গিতও দিয়েছেন। এর মাঝেই সম্প্রতি গুঞ্জন ছড়ায় ১৩ দিন পরই ইতি ঘটছে ইয়ামাল-নিকোল রোম্যান্সের। তবে সেই গুঞ্জন উড়িয়ে বার্সেলোনায় বেশ ভালো এবং ভালোবাসাময় পরিস্থিতিতে আছেন বলে নিকোল জানিয়েছেন। সম্প্রতি বার্সেলোনার একটি ফ্যাশন গালায় দেখা গেছে রোজারিও’র জনপ্রিয় গায়িকা নিকোলকে। এই সময় তাকে ইয়ামালের সঙ্গে আংটি বদল নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি অনেক বেশি ভালোবাসায় মজেছি এবং অনেক খুশি।’ ২৫ বছর বয়সী এই গায়িকা বর্তমানে বার্সেলোনায় উষ্ণ আতিথেয়তাও পাচ্ছেন বলে জানিয়েছেন, ‘আমি বার্সেলোনায় অনেক ভালো আছি। সত্যি কথা বলতে এখানকার মানুষ এত বেশি আন্তরিকতা দেখাচ্ছে যে আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ।’ এদিকে, বার্সেলোনার ওই অনুষ্ঠানে গণমাধ্যম ও ক্যামেরার চোখ বারবার ইয়ামালের প্রেমিকার দিকে ঘুরছিল। তবে বিব্রতকর প্রশ্ন বা পরিস্থিতি এড়াতে প্রতিবারই তাদের থেকে পালিয়ে বাঁচার চেষ্টা ছিল নিকোলের। এর মাঝেই কাতালান সংবাদমাধ্যম ‘ডারিও এআরএ’কে সংক্ষেপে ইয়ামালদের ভাষা শেখার ইচ্ছা আছে বলে জানান নিকোল। তিনি বলেন, ‘আমার কাতালান ভাষা শিখতে হবে।’ অবশ্য ওই অনুষ্ঠানে ফ্যাশন জগতের আরও জনপ্রিয় কিছু মুখ উপস্থিত হওয়ায় নিকোলের দিক থেকে লাইমলাইটটা কমেছে বলে উল্লেখ করে সংবাদমাধ্যমটি। গত ১৩ জুলাই ১৮ বছর বয়স পূর্ণ করেছেন ইয়ামাল। তার জন্মদিনের পার্টিতে অন্যতম আকর্ষণ ছিলেন নিকোল। পার্টিতে প্রায় সারাক্ষণ ইয়ামালের পাশে ছিলেন তিনি। মূলত তখন থেকেই জল্পনা শুরু হয়। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে না চাইলেও পরে ইয়ামাল নিজেই আর্জেন্টিনার র‌্যাপারের সঙ্গে সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কয়েকদিন আগে স্পেনের একাধিক সংবাদমাধ্যম দাবি করে, ইয়ামাল-নিকোলের সম্পর্ক ভেঙে গেছে। সেখানে দাবি করা হয়, তাদের ভালোবাসা ১৩ দিনের বেশি টেকেনি। এতে শুরু হয় নতুন জল্পনা। সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন ইয়ামালের স্প্যানিশ সতীর্থ নিকো উইলিয়ামস। এই তারকা ফরোয়ার্ড গত ৭ সেপ্টেম্বর বিশ্বকাপের বাছাইপর্বে তুরস্কের বিপক্ষে জয়ের পর স্পেনের ড্রেসিংরুমের একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে বেশ হাসি মুখে দেখা যাচ্ছে ইয়ামালকে। একটি হাত দিয়ে আলতো করে ঢাকা মুখ। অনেকটা উড়ন্ত চুম্বন দেওয়ার ভঙ্গি। অন্য হাতে মোবাইল ফোন। তার ওয়ালপেপারে নিকোলের সঙ্গে তার আবেগঘন মুহূর্তের ছবি। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উইলিয়ামস লিখেছেন, ‘আমাদের ছেলে প্রেমে পড়েছে।’
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net