কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০১:৫৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০১:৫৩:০০ অপরাহ্ন
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দবোরা খানম সারিকা (৩০) নামে একজন আইনজীবী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকসহ আরও দুইজন আহত হন। নিহত দবোরা খানম কুষ্টিয়া কোর্টের আইনজীবী এবং শহরের আমলাপাড়া এলাকার রিয়াদুর সালেহীন মুনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে কুষ্টিয়া-চট্টগ্রামগামী শ্যামলী এন আর পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট দবোরা খানম মারা যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার হোসেন ইমান জানান, সকালে দুর্ঘটনায় আহত তিনজনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন নারী মারা গেছেন। অপর দুইজন চিকিৎসাধীন আছেন এবং তারা আশঙ্কামুক্ত। কুষ্টিয়া মডেল থানার এসআই সুলতান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net