রাজধানীতে অবৈধ ওয়াকিটকি ব্যবসায় জড়িত দু’জন গ্রেফতার

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০১:৫০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০১:৫০:৪০ অপরাহ্ন
রাজধানীর ফার্মগেট ও মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫৮টি অবৈধ ওয়াকিটকি সেট, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় অবৈধ ওয়াকিটকি ব্যবসার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন অনলাইন পেইজ ইঙঅঋঅঘএ ঐঅঘউণ-এর মালিক আনিকুল ইসলাম নাঈম (৩৫) এবং তার সহযোগী সাব্বির আহমেদ (২৫)। র‌্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনলাইনের মাধ্যমে চীন থেকে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি করে দেশে বিক্রি করে আসছিলেন। প্রতিটি সেট ৮০০ থেকে ১ হাজার টাকায় আমদানি করে তারা ২ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি করতেন। ব্যাটারির চার্জ ধারণক্ষমতা অনুযায়ী দাম নির্ধারণ হতো। অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ওয়াকিটকি সেট ৫৮টি, ২৯০টি ব্যাটারি, ৫৯৫টি চার্জার, ২৫০টি ক্লিপ, ২৫০টি ফিতা জব্দ করা হয়েছে। র‌্যাব জানায়, ওয়াকিটকি বহনকারীদের সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে বিবেচনা করে। এ সুযোগকে কাজে লাগিয়ে অনেক অপরাধী ভুয়া ডিবি, র‌্যাব, এনএসআই বা ডিজিএফআই পরিচয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধ চালিয়ে আসছে। এতে একদিকে যেমন আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে প্রকৃত সদস্যদের কর্মকাণ্ডে বিভ্রান্তি তৈরি হচ্ছে। গ্রেফতার আনিকুল ইসলাম নাঈম দীর্ঘ দুবছর ধরে এই অবৈধ ব্যবসা চালাচ্ছিলেন বলে র‌্যাব জানিয়েছে। এ ঘটনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) এর সংশ্লিষ্ট ধারায় রাজধানীর শাহজাহানপুর ও শেরেবাংলা নগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার নাঈমকে শাহজাহানপুর থানা এবং সহযোগী সাব্বিরকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net