চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০১:৪৯:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০১:৪৯:১১ অপরাহ্ন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি পাবনার চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আটা পাচ্ছেন না সাধারণ মানুষ। ফলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চাহিদার তুলানায় সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানালেন। খোলা বাজার ডিলারের দোকানে প্রতিদিন অসংখ্য নিম্ন আয়ের মানুষ আটা কিনতে এসে খালি হাতে ফিরছে। চাটমোহর পৌরসভার ৬টি ডিলারের দোকানে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। জানা গেছে, সরকার খাদ্য অধিদপ্তরের সহায়তায় চাটমোহর পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মধ্যে আটা বিক্রির জন্য ৬জন ডিলার নিয়োগ করেছে। একজন ডিলার ক্রমানুসারে সপ্তাহে দুইদিন আটা বিক্রি করতে পারছেন। একজন ডিলার ২৪ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে আটা বিক্রি করতে পারবেন। এতে প্রতিদিন ২০০ জন নিম্ন আয়ের মানুষ আটা কিনতে পারছেন। খোঁজ নিয়ে জানা গেল, প্রতিদিন পৌর এলাকার বাইরের কয়েক শত মানুষ আটা কিনতে আসছেন। ভোর থেকেই ডিলারের দোকানে সামনে ভিড় জমছে। কিন্তু আটা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। সাধারণ মানুষ আটার সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ বললেন, সরকারি বিধি মোতাবেক ডিলারদের মধ্যে আটা সরবরাহ করা হচ্ছে। একজন ডিলার সপ্তাহে দুইদিন আটা পাচ্ছেন। কিন্তু চাহিদা ব্যাপক। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিশয়টি জানিয়ে সরবরাহ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে মর্মে জানালেন এই কর্মকর্তা।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net