ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে হিটস্ট্রোকে প্রাণ হারালেন দোকান ব্যবসায়ী

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৩৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৩৮:০৪ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি
 
 ফরিদপুর-৪ আসনের  ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে  ফরিদপুর - বরিশাল ও ঢাকা - খুলনা মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসীরা।
 
সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মোঃ হাবিবুর রহমান হবি শেখ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার চরকান্দা এলাকার বাসিন্দা এবং ভাঙ্গা বাজার এয়ার ভুঁইয়ার মার্কেটের ব্র‍্যাক ব্যাংকের নিচতলায় একটি মুদি দোকান পরিচালনা করতেন।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত গরমের কারণেই তিনি হিটস্ট্রোক করেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net