ফরিদপুরে সড়ক অবরোধ চলছে

দক্ষিন অঞ্চলের ২১ জেলার সাথে যোগাযোগ বন্ধ

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৩৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৩৭:২৬ অপরাহ্ন
নাজিম বকাউল,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাংগা উপজেলার সাধারণ জনগন সড়ক অবরোধ করে ঢাকা সাথে দক্ষিণ অঞ্চলের ২১ টি জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। সাম্প্রতিক নির্বাচন কমিশন সংসদীয় আসন ( ৪ ) ভাংগা থেকে বাদ দিয়ে  দুই টি ইউনিয়ন ফরিদপুর নির্বাচনী আসন (২) নগরকান্দা সাথে যোগ করে দিয়েছে। ইউনিয়ন দুটি হচ্ছে হামিরদী ও আগলী। এলাকাবাসির দাবি পৃর্বে ন‍্যায় ভাংগা কে আগের (৫) আসন ফেরত দিয়ে সদরপুর ও চরভদ্রাসন কে (৪) আসনে বহাল করা হউক। অবরোধ কারিরা হামিরদী ও আগলী ও ভাংগার হাইওয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে যানজট এর সৃষ্টি হয়েছে এবং  2১ টি জেলার সাথে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অবরোধ কারীরা রাস্তায় গাছ ফেলিয়ে ব‍্যারেকেট দিয়েছে এবং বিভিন্ন রাস্তায় টায়ার জালিয়ে আগুন ধরেয়ে দিয়েছে। এলাকার হাজার হাজার লোক রাস্তার উপর বসে আছে। অবস্থান ধর্মঘটের বিষয়ে নিশ্চিত করেছে ভাংগা হাইওয়ে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, ফরিদপুর ৪ আসন থেকে ভাংগা উপজেলার দুটি ইউনিয়ন কে আলাদা করার পরির্বতে ভাংগা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর (৫) আসনটি পুর্নরায় চালু করতে হবে। তাদের দাবি পুরন না হওয়া পযর্ন্ত  এই আন্দোলন ও অবরোধ চলবে। অবরোধ এর কারনে শত শত গাড়ি ও সাধারণ মানুষ আটকে পরেছে।

 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net