আইনজীবী মহিউদ্দিন মাহির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৮:২০:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৮:২০:৪১ অপরাহ্ন
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত নাম্বার ৩০ এ বিচারক হাসিবুল্লাহ পিয়াস এজলাসে উপস্থিত থাকা অবস্থায় সময় টিভির সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম এর উপর হামলার প্রতিবাদে হামলাকারী আইনজীবী মহিউদ্দিন মাহির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফুটে স্টান সাধারণ গণমাধ্যম কর্মীদের আয়োজনে এই মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ক্যামেরা পার্সনরা অংশগ্রহণ করে। সাংবাদিক মারলে কোন বিচার হয় না উল্লেখ করে মানববন্ধনে উপস্থিত সংবাদকর্মীরা বলেন এভাবে চলতে থাকলে সাংবাদিকদের নিরাপত্তা বলে আর কোন কিছু থাকবে না। সমাজের অন্য সকলের উপর হওয়া নির্যাতনের বিচার হলেও সাংবাদিকরা কখনোই বিচার পায় না সাধারণ সংবাদকর্মীদের।
 সংবাদকর্মীরা বলেন সারা বিশ্বে এটি মনে হয় একমাত্র ঘটনা যে এসলা বিচারকের সামনে সংবাদকর্মীকে পেটাচ্ছে আইনজীবীরা। তারা আইনজীবী বিচার চায় না আইনজীবীর নামে যারা সন্ত্রাসী করেছে তাদের সনদ বাতিলের দাবি জানায়।
এটি বিচার বিভাগের স্বাধীনতাকে শুধু ক্ষুন্ন করেনি স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায় তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বক্তারা।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net