আবারও বিতর্কে জড়ালেন নুসরাত

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৩৯:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৩৯:২২ অপরাহ্ন
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন। একাধিক কারণে নায়িকাকে কটাক্ষের মুখে পড়তে হয়। বিশেষ করে মেকআপ ছাড়া নুসরাত যতবারই সামাজিক মাধ্যমে ছবি-ভিডিও পোস্ট করেছেন, ততবারই নেটিজেনদের মাঝে ট্রলের শিকার হয়েছেন। সম্প্রতি ছেলে ঈশানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মা-ছেলের দুষ্টুমি নজরে এসেছে ভক্তদের। তবে সেই ভিডিওতে নুসরাতকে মেকআপ ছাড়া দেখার পর নেটিজেনদের একাংশ তীব্র ট্রল করেছেন। সামাজিক মাধ্যমে নুসরাতের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রী সদ্য ঘুম থেকে উঠেছেন। চোখে কালো ফ্রেমের চশমা, অগোছালো চুল, সাদা টি-শার্ট। স্বাভাবিকভাবেই মেকআপ ছাড়া। এর মাঝেই মায়ের সঙ্গে দুষ্টুমিতে মত্ত ঈশান। মায়ের চুল, মুখের ওপর দিয়ে খেলনা গাড়ি চালিয়ে দিচ্ছে নুসরাতপুত্র। এ সময় অভিনেত্রী বলতে থাকেন- আমার ওপর দিয়ে কেন তোমার গাড়ি চালাচ্ছো? যদিও মায়ের কথার কোনো প্রভাব ঈশানের ওপর পড়তে দেখা যায়নি। আবারও সে মায়ের মুখের ওপর দিয়ে গাড়ি চালাতে থাকে। ঈশানের এমন কাণ্ডে নুসরাতের চুল নষ্ট হয়ে যায়। আর সেই ভিডিও পোস্ট করতেই নেটিজেনদের কটাক্ষে মুখে পড়ে অভিনেত্রী। এক নেটিজেন বলেছেন-করণ জোহারের ফিমেল ভার্সন। আরেক নেটিজেন বলেছেন-সার্জারি করে কী বিশ্রী বানিয়েছেন চেহারাটাকে। অন্য আরেক নেটিজেন বলেছেন- রাজকুমারি কোকো ভার্সন। চেহারা কি করছে রে। একটি সূত্র জানায়, নুসরাত জাহান তার ঠোঁট পাতলা থেকে মোটা করেছেন। যার কারণে তাকে প্রায়ই ট্রলের মুখে পড়তে হয় তাকে। এর আগেও অভিনেত্রীকে তার ঠোঁট নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। উল্লেখ্য, নুসরাত জাহানকে রক্তবীজ ২ সিনেমায় আইটেম গানের মাধ্যমে বড়পর্দায় দেখা যাবে। ইতোমধ্যে তার ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ করা যাবে না গানটি ভাইরাল হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net