আকস্মিক বন্যায় খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৩:০৬:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৩:০৬:৫৮ অপরাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় শহরের নিচের বাজার, মেহেদীবাগ, গঞ্জপাড়াসহ আশপাশের শত শত ঘরবাড়ি তলিয়ে গেছে। গত শনিবার রাত থেকে পানছড়ি ও পার্শ্ববর্তী উজান এলাকায় টানা ভারী বর্ষণের পর চেঙ্গি নদীর পানি দ্রুত বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়। এতে হঠাৎ বিপাকে পড়েন বাসিন্দারা। স্থানীয়রা জানান, রাতে বৃষ্টির পর গতকাল রোববার সকালে হঠাৎ পানি বাড়তে শুরু করে। দ্রুত ঘরে পানি ঢুকে আসবাবপত্রসহ গৃহস্থালির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকশ’ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। শহরের নিচের বাজার এলাকার ব্যবসায়ী জসিম মিয়া বলেন, সকালে দোকানে এসে দেখি নদীর পানি দোকানের কাছে চলে আসছে। মালপত্র গুছিয়ে আনার আগে দোকানে পানি ঢুকে গেছে।মেহেদীবাগের ইসমাইল হোসেন বলেন, হঠাৎ পানি ওঠায় আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো মেহেদীবাগ এলাকা পানিতে তলিয়ে আছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের নিচের বাজার ও মেহেদীবাগ এলাকা। খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও দুর্গতদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net