নগরকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৯:১৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৯:১৫:১৯ অপরাহ্ন
নগরকান্দা (ফরিদপুর) থেকে মিজানুর রহমান 
নগরকান্দায় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে আবুজর মোল্লা (৬ বছর ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত সপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় এ ঘটনা ঘটে। আবুজর উপজেলার কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের জোবায়ের মোল্যার ছেলে।
জানা যায়, নিহত আবুজর বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়, খবর পেয়ে পরিবারের সদস্যরা উঠিয়ে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। কোদালিয়া শহীদনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে যে শিশুটি মার গেছে। তারা নগরকান্দা সদরে ভাড়া বাসায় বসবাস করে, গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করার সময় ডুবে মারা যায়। 
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net