কুমিল্লায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৯০ কেজি গাঁজাসহ আটক ২

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৯:০৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৯:০৯:৪৯ অপরাহ্ন
কুমিল্লা থেকে মো. রজ্জব আলী
কুমিল্লায় র‌্যাব ও পুলিশের পৃথক দুটি অভিযানে ৯০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে  ৪০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। আটককৃত যুবকের নাম মোঃ হৃদয় (২৬)। সে সদর দক্ষিণ উপজেলার দেবীপুর গ্রামের মৃত. খোরশেদ আলমের ছেলে।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অপর দিকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গত ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় কুমিল্লা কোতোয়ালি থানাধীন আলেখারচর এলাকা থেকে মাদক কারবারি মো. ইব্রাহিমকে (৩৮) আটক করা হয়। তিনি জেলার সদর দক্ষিণ থানার মিন্নতনগর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ জানতে পারে যে, কুমিল্লা সদর দক্ষিণ সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেট কারে করে মাদক নিয়ে ঢাকায় যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এসআই ইকবাল হোসেন, এএসআই রাজিবুল আলম সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন।
অভিযান চালিয়ে আলেখারচর এলাকায় প্রাইভেট কারটি থামানো হয়। পরে কারটি তল্লাশি করে ব্যাকডালা থেকে ৫০কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি ইব্রাহিমকেও আটক করা হয়। ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net