অ্যান্ডোরার বিপক্ষে জয়টা সহজ ছিল, কিন্তু খেলায় ধার ছিল না ইংল্যান্ডের। ভিলা পার্কে বিশ্বকাপ বাছাইপর্বে গত শনিবার রাতে টমাস টুখেলের দল ২-০ গোলে জিতলেও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন রয়ে গেল। ডেক্লান রাইস ও প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এসেছে তিন পয়েন্ট, তবে খেলোয়াড়দের নিস্পৃহতা দর্শকদের হতাশ করেছে। ম্যাচে ইংল্যান্ডের দখল ছিল একচেটিয়া, পুরো ৮৩ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। কিন্তু এত আধিপত্য সত্ত্বেও প্রতিপক্ষের গোলরক্ষককে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেননি হ্যারি কেন-ডেক্লান রাইসরা। প্রথম গোলটি আসে ২৫ মিনিটে এন্ডোরার খেলোয়াড় ক্রিশ্চিয়ান গার্সিয়া গনসালেসের আত্মঘাতী শটে। এরপর দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে মাঝমাঠের ভরসা ডেক্লান রাইস দারুণ এক প্রচেষ্টায় দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এটাই ছিল ম্যাচের শেষ গোল। চার ম্যাচে চার জয় নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ বাছাইপর্বে শক্ত অবস্থান ধরে রেখেছে। তবে ধারালো আক্রমণভাগের অভাব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে বড় ম্যাচের আগে এই দুর্বলতা চিন্তার কারণ হতে পারে।