হারারেতে লংকানদের বিপক্ষে সহজ জয় পেলো জিম্বাবুয়ে

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৯:০০:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৯:০০:৪৯ অপরাহ্ন
হারারে স্পোর্টস ক্লাবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক অবিশ্বাস্য কীর্তি গড়লেন জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। দুর্দান্ত বোলিংয়ে তিনি শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়ে রেকর্ডবুকে নাম তুললেন দেশের সেরা বোলিং ফিগারের মালিক হিসেবে। শুধু তাই নয়, দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ৮০ রানে অলআউট করে তুলে নিয়েছে এক দারুণ জয়। গত শনিবার বিকেলে টস জিতে প্রথমে বোলিং নেয় জিম্বাবুয়ে। শুরু থেকেই অতিথি শ্রীলঙ্কাকে চাপে রাখেন ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স। তবে মূল ধাক্কাটা দেন সিকান্দার রাজা। অভিজ্ঞ ডানহাতি স্পিনার একাই তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। কামিন্দু মেন্ডিস, লঙ্কান অধিনায়ক চরিত আসালঙ্কা ও শেষদিকে দুশমান্থ চামিরাকে বোল্ড করে শ্রীলঙ্কাকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেন। রাজা তার চার ওভারের স্পেলে দেন মাত্র ১১ রান, আর তুলে নেন ৩ উইকেট। এটাই শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের সেরা বোলিং রেকর্ড। রাজার ঘূর্ণি আর ইভান্সের গতির সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তারা গুটিয়ে যায় মাত্র ৮০ রান তুলেই। শুধু যে জিম্বাবুয়ের বিপক্ষে এটি তাদের সর্বনিম্ন সংগ্রহ তাই নয়, সামগ্রিকভাবে এটি শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বনিম্ন টি-টোয়েন্টি দলীয় স্কোরও বটে। ব্যাট হাতে লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ রান আসে কামিল মিশারার ব্যাট থেকে, ২০ রান। আসালঙ্কা ও দাসুন শানাকা ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। জবাব দিতে নেমে জিম্বাবুয়ে ৫টি উইকেট হারালেও ১৪.২ ওভারেই জয় তুলে নেয়। যা চলতি বছর আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে পাওয়া তাদের প্রথম জয়। ব্যাট হাতে জিম্বাবুয়ের তাশিঙ্গা মুসেকিওয়া অপরাজিত ২১ ও রায়ান বার্ল অপরাজিত ২০ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। এছাড়া ব্রিয়ান বেনেট ১৯ ও মারুমানি ১৭ রানের ইনিংস খেলেন। শ্রীলঙ্কার দুশমান্থে চামিরা ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। ম্যাচসেরা হন রাজা।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net