
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ২৫ বিচারপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার বঙ্গভবনে দুপুর দেড়টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতি বিচারপতিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকালে হাইকোর্ট বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্টপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন। রাষ্ট্রপতি বিচারপতিদের বিচার সেবার মানোন্নয়নে আত্মোনিয়োগ করার আহ্বান জানান এবং বিচারপতিরা তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে বিচারপতিরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা সর্বদা সচেতন থাকবেন বলে রাষ্ট্রপতিকে অবগত করেন। গত ২৫ আগস্ট এই ২৫ বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি।