পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:২৮:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:২৮:২৯ পূর্বাহ্ন
বোদা (পঞ্চগড়) থেকে মাসুম বিল্লাহ
পঞ্চগড়ের বোদায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গত মঙ্গলবার বিকালে বর্ণাঢ়্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিকালে বোদাবাজার ধারহাটি মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কিমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ঐক্যবদ্ধ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  আদর্শে রাজনীতি করতে হবে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে বিএনপি’র কোনো কলঙ্ক নেই, যেমন জামায়াতকে ৭১ এর গ্লানি বহন করতে হচ্ছে, জাতীয় পার্টি স্বৈরাচার হিসেবে আখ্যায়িত হয়েছে, আওয়ামী লীগ ফ্যাসিস্টের দলে পরিণত হয়েছে।
বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, আব্দুল্লাহ আল মারুফ অনু, জেলা কৃষক দলের সদস্য সচিব শাহজাহান সিরাজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে সেখান থেকে ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ়্য শোভাযাত্রা বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বোদা উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net