মীরসরাইয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:১৫:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:১৫:০২ পূর্বাহ্ন
মীরসরাই (চট্টগ্রাম) থেকে আবদুল মান্নান রানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মীরসরাইয়ে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় উপজেলা, বারইয়ারহাট ও মীরসরাই পৌরসভা বিএনপির উদ্যোগে মীরসরাই পৌরসদরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে স্থানীয় উষা ডেভেলপমেন্ট মাঠে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে মীরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।
?সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মিরসরাই পৌর বিএনপির সাবেক আহবায়ক মহি উদ্দিনসহ প্রমুখ। প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার পিআর পদ্ধতির অজুহাত তুলে নির্বাচন বিলম্বিত করছে। গত ১৭ বছর ধরে একতরফা নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টরা গণতন্ত্রকে রুদ্ধ করে রেখেছে। আমরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তিনি দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান।
তিনি আরো বলেন, ২০০৮ সালে নির্বাচনে যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে নির্বাচনের ফলাফল আওয়ামী লীগের অনুকূলে রেখে সরে আসছিলো ঐ পরিবারের থেকে যদি প্রার্থী দেয়া হয় সেটা মীরসরাইবাসী মেনে নেবে না।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net