আদমদীঘিতে ন্যায্যমূল্যে ওএমএসের আটা বিক্রি উদ্বোধন

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:০৮:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:০৮:৫৯ পূর্বাহ্ন
আদমদীঘি (বগুড়া) থেকে বেনজীর রহমান
বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারিভাবে ওএসএম-ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে আটা বিক্রির উদ্বোধন করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর সকালে আদমদীঘি উপজেলা সদরের বাসস্ট্যান্ড গোড়গ্রাম রাস্তা ও তালশন মাগুরপট্রি এলাকায় এই আটা বিক্রির উদ্বোধন করেন আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।
আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার জানান, আদমদীঘি উপজেলায় সরকারিভাবে ন্যায্যমূল্যে আটা বিক্রির জন্য ফরিদ হোসেন ও শাহানা বেগম নামের দুই জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি নাগরিক তাদের ভোটার আইডির মাধ্যমে এই সব ডিলারের নিকট থেকে ২৪ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে আটা কিনতে পারবেন। গত সোমবার সকালে আদমদীঘি উপজেলা সদরের বাসস্ট্যান্ড গোড়গ্রাম রাস্তায় ডিলার ফরিদ হোসেন ও তালশন মাগুরপট্রি এলাকায় ডিলার শাহানা আক্তার এই আটা বিক্রি শুরু করেছেন। এই আটা বিক্রি চলমান থাকবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net