
‘অদৃশ্য শক্তি’ নির্বাচনের প্রক্রিয়া বানচালের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে কঠোর জবাব দিতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেলে বিভিন্ন পক্ষের যৌক্তিক দাবি পূরণে পদক্ষেপ নেবে। দেশে খাল কেটে আওয়ামী লীগ নামে একটি কুমির আনা হয়েছিল উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল কেটে কুমির নয়, বরং স্বচ্ছ পানি প্রবাহ আনবে।